কানাডা বিশ্বের লাখ লাখ মানুষের জনপ্রিয় এক গন্তব্যের  দেশ। উত্তর আমেরিকার এই দেশটিতে প্রত্যেক বছর লাখ লাখ মানুষ পাড়ি জমান। যে কারণে কানাডাকে অভিবাসীদের দেশ বলা হয়।

 

ভ্রমণ প্রিয় মানুষদের পছন্দের একটি দেশ হচ্ছে ম্যাপেল পাতার দেশ কানাডা। নায়াগ্রা জলপ্রপাত কিংবা ব্যানফ ন্যাশনাল পার্কের মতো পপুলার ট্যুরিস্ট স্পটগুলোর জন্য এটি সর্বদাই ভ্রমণ প্রিয় মানুষদের পছন্দের শীর্ষে থাকে। অত্যাধুনিক সুযোগ-সুবিধার কেন্দ্রস্থল হিসেবে কানাডার শহরগুলোর রয়েছে আলাদা জনপ্রিয়তা, বিশেষ করে টরন্টো, কুইবেক, ভ্যানকুভার ইত্যাদি শহরের পপুলারিটি প্রায় সবারই চোখে পড়ে। 

 

তবে অনেকেই জানেন না কীভাবে কানাডার ভিসা পাওয়া যাবে। আজ আমরা আপনাদের জানাবো কিভাবে আপনি কানাডা যাবার জন্য টুরিস্ট ভিসা পেতে পারেন।  তাহলে আর দেরি কেনো?  চলুন জেনে নেই! 

 

শুরুতেই বলে রাখা ভালো যে, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং অন্যান্য উচ্চ-আয়ের বেশিরভাগ দেশের নাগরিকদের কানাডায় যাওয়ার জন্য ভিসার প্রয়োজন হয় না। এছাড়া বাকিদের কানাডায় প্রবেশের জন্য অবশ্যই টুরিস্ট ভিসার দরকার হবে।

 

যেহেতু ভিসা দরকার সেহেতু অনেকেই আবার মনে করে কানাডার ভিসা পাওয়া অনেক কঠিন। কিন্তু সুখবর এই যে, আপনি যদি সঠিক নিয়মে ভিসার জন্য আবেদন করেন তাহলে আপনার ভিসা পাওয়া অসম্ভব কিংবা আহামরি কঠিন কিছু নয়!  তাই আর দেরি নয় সঠিকভাবে আপনার ভিসা প্রসেসিং করার জন্য চলে আসুন আমাদের ভিসা এক্সপার্টদের কাছে। আমাদের সহযোগীতা এবং গাইডলাইনের মাধ্যমে  অনেকেই ভিসা পাচ্ছে প্রতিনিয়ত। 

 

আবার অনেকেরই ভুল ধারনা সেটা হচ্ছে, কানাডা যেতে হলে কী বিশাল অঙ্কের টাকা ব্যাংক একাউন্টে থাকতে হবে?  উত্তরটি হচ্ছে না। আপনার শুধুমাত্র কানাডার ট্রাভেলের ভ্রমনসূচী অনুযায়ী যে খরচটা দরকার হবে সেই পরিমাণ টাকাই একাউন্টে থাকলে যথেষ্ট।

 

টুরিস্ট ভিসা অস্থায়ী আবাসিক ভিসা নামেও পরিচিত। কানাডায় টুরিস্ট ভিসা পেতে হলে আপনায় ৪-৫ টি দেশ ভ্রমনের স্টেটমেন্ট, ব্যাংক একাউন্টে যথেষ্ট টাকা এবং লেনদেন থাকতে হবে, শুধুমাত্র ভিসার এপ্লাই করার সময় ভিসা ফি আপনাকে প্রদান করতে হবে। 

 

কানাডায় কতদিন টুরিস্ট  ভিসায় থাকতে পারবেন?

 

বেশিরভাগ দর্শনার্থী ছয় মাস কানাডায় থাকতে পারেন । তবে প্রবেশের বন্দরে সীমান্ত পরিষেবা কর্মকর্তারা আপনাকে 6 মাসের কম বা তার বেশি থাকার অনুমতি দিতে পারেন।  

 

এছাড়া কানাডায় আপনি পেয়ে যাচ্ছেন আপনার পাসপোর্টের মেয়াদ অনুযায়ী ভিসার Validity! হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন। আপনার পাসপোর্টের মেয়াদ দশ বছর হলে আপনি ১০ বছরের ভিসা পাচ্ছেন। সেইসাথে প্রতি ট্রাভেলে পেয়ে যাচ্ছেন ৬ মাস ট্রাভেলটাইম! 

 

কানাডার ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র 

 

কানাডার ভ্রমণের জন্য যখন আবেদন করবেন তখন নিচের কাগজপত্র অবশ্যই প্রয়োজন হবে। 

 

আপনি যদি উপরিউক্ত তথ্য প্রদান করতে অক্ষম হন, তাহলে আপনাকে কানাডার ভিসার অনুমতি দেওয়া হবে না অথবা কানাডার স্থলবন্দর দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

 

কানাডার ভিসা পেতে কত সময় লাগবে?

 

কানাডিয়ান ভিসা প্রক্রিয়াকরণের সময় প্রতিটি নির্দিষ্ট ক্ষেত্রে পরিবর্তিত হয়, তবে এটি সাধারণত কয়েক সপ্তাহ সময় নেয়। কর্তৃপক্ষ আপনার আবেদন এবং আপনার বায়োমেট্রিক্স পাওয়ার পরেই আপনার ভিসা প্রক্রিয়া শুরু করে।  

 

পরিশেষে

 

ভিসিট ভিসা নিয়ে কানাডা ঘুরে আসার জন্য Fly Air. BD আপনাদের সর্বাত্মক সহায়তা দেবে। আমাদের অভিজ্ঞ ভিসা এক্সপার্টরা  আপনাদের ভিসা প্রসেসিং এর  শুরু থেকে শেষ অবধি সকল ধরনের সহযোগিতা করে থাকে। এছাড়া আমাদের এক্সপার্টদের সহযোগিতা ও গাইডলাইনের সাহায্যে অনেকেই পেয়ে যাচ্ছে কানাডা ঘুরে আসার ভিসা। Fly Air. BD ভিসিট ভিসা সংক্রান্ত যেকোনো ধরনের সার্ভিস দিয়ে আসছে। তাই আর দেরি নয় কানাডা ঘুরে আসতে  এখনই আপনার ভিসার জন্য আবেদন করে ফেলুন Fly Air. BD এর মাধ্যমে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *