ঈদের ছুটিতে ভিসার ঝামেলা ছাড়া ও কম খরচে কোন কোন দেশে ঘুরা যায় 

 

আপনি যদি ভ্রমন পিপাসু হয়ে থাকেন কিন্তু ঘুরতে যাওয়ার জন্য লম্বা ছুটি নেওয়ার মতো সুবিধা না থাকে, তবে ঈদের ছুটি হতে পারে আপনার জন্য সেরা সময়। তাই এই ছুটিতে দেশের বাইরে ছোট একটা ট্যুর দিয়ে ফেলুন স্বল্প খরচে। 

 

তবে দেশের বাইরে যেতে হলে পাসপোর্টের সঙ্গে দরকার ভিসাও। কিন্তু কেমন হয় যদি ভিসার ঝামেলা না থাকে? অথবা কম খরচে ঘুরে আসা যায় পছন্দের দেশগুলো? তাহলে বিষয়টি ভ্রমণ পিপাসুদের জন্য হয়ে যায় অনেক আনন্দের !

 

শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ সহ বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়াই যাওয়া যাবে বিশ্বের ৪২ টি দেশে! ফ্রি ভিসার পাশাপাশি ই-ভিসা, অন এরাইভাল ভিসায় আপনি কম খরচে ঘুরে আসতে পারবেন ভারত,নেপাল, মালদ্বীপ, থাইল্যান্ড সহ আরও অনেক দেশে। চলুন এই সম্পর্কে জেনে নেই।

 

ফ্রি ভিসা

 

এটি বিদেশ ভ্রমণের জন্য এমন এক অনুমতি, যার মাধ্যমে নির্দিষ্ট দেশের নাগরিক আগে থেকে কোনো রকম ভিসা ছাড়াই বিদেশে প্রবেশ করতে পারেন। এতে ভ্রমণকারীর খরচও অনেক কম হয়। 

 

‘ভিসা ফ্রি এন্ট্রি’ নামে পরিচিত এই নিয়মের মধ্যে ভ্রমণকারীদের ভিসা আবেদন প্রক্রিয়ার মধ্যদিয়ে যেতে হয় না। অথচ তারা পর্যটন, ব্যবসা বা পারিবারিকসহ নানান উদ্দেশ্যে একটি নির্দিষ্ট সময়ের জন্য গন্তব্যের দেশটিতে প্রবেশ করতে পারেন।

 

এই সময়কালটি বিভিন্ন দেশের জন্য বিভিন্ন রকম হয়ে থাকে। সাধারণত এটি এক সপ্তাহ থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত হতে পারে।

 

২০২৩  সাল থেকে  বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ৪২টি দেশে ভ্রমণ করতে পারবেন। এই দেশগুলো বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন সময়সীমার জন্য ভিসা-মুক্ত প্রবেশের অনুমতি দিয়ে থাকে। তাহলে আর দেরি কেন এই ঈদের ছুটিতে ঘুরে আসুন আপনার পছন্দের দেশে। 

 

অন এরাইভাল ভিসা

 

অন অ্যারাইভাল ভিসা ভ্রমণের আগে সংগ্রহ করতে হয় না। যেসব দেশ এই ভিসা দেয় সেখানকার বিমানবন্দরে পৌঁছে ভিসা সংগ্রহ করতে হয়। অন অ্যারাইভাল ভিসার ক্ষেত্রে আগে পাসপোর্টে ভিসা সিল লাগানোর প্রয়োজন নেই। 

 

অন্যান্য ভিসার মতোই এই ভিসায়ও ফি দিতে হয়। একেক দেশে একেক রকম অন অ্যারাইভাল ভিসা ফি নির্ধারিত। আপনি ওই দেশে কতদিন অবস্থান করবেন তার ওপর ফি নির্ধারণ করা হয়। তবে এই ভিসা ফি তুলনামূলক কম, যাতে আপনি কম খরচেই বিদেশ ভ্রমন করতে পারবেন।

 

ভিসা-মুক্ত প্রবেশের সুযোগ থাকা দেশগুলো হলো-

 

এশিয়ার ভুটান, প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজি, ক্যারিবীয় দেশ হাইতি (৯০ দিন), জ্যামাইকা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো, বারবাডোজ (১৮০ দিন), ডমিনিকা, বাহামা, গ্রানাডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস (৯০ দিন), সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, আফ্রিকার গাম্বিয়া, লেসোথো, প্রশান্ত মহাসাগরীয় দেশ মাইক্রোনেশিয়া ও ভানুয়াতু।

 

বাংলাদেশিদের ভিসা অন-অ্যারাইভাল সুবিধা দিচ্ছে এশিয়ার মালদ্বীপ, নেপাল, টিমোর-লেস্ট, দক্ষিণ আমেরিকার বলিভিয়া (৯০ দিন ), আফ্রিকার মরিটানিয়া, মোজাম্বিক, সোমালিয়া (৩০ দিন), উগান্ডা (ই-ভিসা), রুয়ান্ডা (৩০ দিন), মাদাগাস্কার, বেনিন, গিনিয়া-বিসাউ (ই-ভিসা), কেপ ভার্দে, কমোরোস, টোগো, প্রশান্ত মহাসাগরীয় দেশ সামোয়া ও টুভালু।

 

বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য ই-ভিসা (অনলাইন ভিসা) সুবিধা রয়েছে মালয়েশিয়া (৩০ দিন), কাতার, মিয়ানমার (২৮ দিন), আফ্রিকার চার দেশ কেনিয়া (৯০ দিন), ইথিওপিয়া, জিবুতি ও গ্যাবোনে। এছাড়া পর্যটক নিবন্ধন সুবিধা দেয় পূর্ব আফ্রিকার সিশেলেস। বাংলাদেশের জন্য ইলেক্ট্রনিক ট্রাভেল অথরিটি (ইটিএ) ব্যবস্থা রেখেছে শ্রীলঙ্কা।

 

তবে আইসিএও নিয়ম অনুযায়ী, যে দেশেই ভ্রমণ করেন না কেন, ভ্রমণকারী ব্যক্তিকে নিশ্চিত করতে হবে ভ্রমণের দিন থেকে তার পাসপোর্টের অন্তত ছয় মাসের বেশি মেয়াদ বাকি আছে।

 

চলুন এবার দেখে নেই এই ঈদে আপনি ভিসা ছাড়া ও ভিসা সহ কম খরচে ঘুরে আসতে পারবেন এমন জনপ্রিয় কিছু দেশ।  

 

ভারত

 

বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত। প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এই দেশটিতে রয়েছে ঘুরার মত বেশ কিছু জনপ্রিয় জায়গা । তাজমহল, লাল কেল্লা, গোয়া,  কুতুব মিনার সহ আরো জনপ্রিয় অনেক স্থান। ভারতে খুবই অল্প সময়ে সাধারণত ১৫ থেকে ৬০ দিনের মধ্যে ভিসা পাওয়া যায়। তাই ঈদে কম খরচে এবং অল্প সময়ে ভিসা পেয়ে ভারতে ঘুরে আসতে পারেন।

 

Source: Google

 

থাইল্যান্ড 

 

থাইল্যান্ড অনেক সুন্দর একটি দেশ যার কারণে বিশ্বের অনেক স্থান থেকে লোকজন এখানে বেড়াতে এসে থাকে। থাইল্যান্ড বেড়াতে হলে অবশ্যই থাইল্যান্ড টুরিস্ট ভিসা থাকতে হবে। কম খরচে মাত্র পাঁচ থেকে সাত কর্ম দিবসের মধ্যে আপনি থাইল্যান্ড ঘুরার ভিসা পেতে পারেন। সেখানে আপনি দুই মাস অবস্থান করতে পারবেন। তাই ঈদের ছুটিতে কম খরচে ঘুরে আসতে পারেন থাইল্যান্ড।

Source: Google

 

মালদ্বীপ 

 

সমুদ্রের দ্বীপ দেশ মালদ্বীপ যে কোন ভ্রমণ পিপাসুকে আকৃষ্ট করবেই। নীল পানি ও সমুদ্রের জলরাশির এই দেশে ভ্রমণের জন্য আগে থেকে ভিসার প্রয়োজন হয় না। তাই ঈদ বা যেকোনো ছুটিতে মালদ্বীপ ঘুরার পরিকল্পনা করতে পারেন।

Source: Google

 

নেপাল 

 

ভুটানের ঠিক পশ্চিমে অবস্থিত দেশ নেপাল  তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। হিমালয়ের দেশটিতে বাংলাদেশিদের জন্য বিনামূল্যে অন-অ্যারাইভাল ভিসার ব্যবস্থা আছে।  যার মাধ্যমে আপনি ৯০ দিন পর্যন্ত ভ্রমণ করতে পারবেন। নেপালের কিছু জনপ্রিয় পর্যটন আকর্ষণের মধ্যে রয়েছে জীবন্ত দেবীর মন্দির, ভক্তপুর দরবার স্কোয়ার এবং পশুপতিনাথ মন্দির ইত্যাদি। 

Source: Google

 

ভিসা ছাড়াই তালিকায় থাকা ৪২ টি দেশের যেকোনো একটিতে যেতে হলে আপনাকে শুধুমাত্র কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। যেমনঃ 

 

 

আপনি কোথায় যাচ্ছেন তার উপর নির্ভর করে বীমার ধরন এবং মূল্য ভিন্ন হতে পারে। সব রিকোয়ারমেন্ট জেনে নেওয়ার পর বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া ৪২টি দেশে খুব সহজেই যেতে পারেন।

 

তাই আর দেরি নয়, আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের সহযোগিতা এবং নির্দেশনায়  ঘুরে আসুন নিজের পছন্দের দেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *